বাঁধন হারা, পাগল পরা,
                মনের ঠিকানা,
হৃদয় দিয়ে আপন করে,
                বুঝতে পারিনা।
ভালবাসার মূল্য বোঝা,
               বড় কঠিন কাজ,
জগতটা আজ দেখেনিও,
             ব্যক্তি সার্থের রাজ।


সে যে বুঝতে চায়, জানতে চায়,
             পাবার আশায়;
ওরে ঐ পাগল পারন ঘুরে বেড়ায়,
             নিজের নেশায়।


আমার ভাষা, তোমার ভাষা,
      তার ভাষা কেউ বোঝেনা;
পাওয়ার নেশা সবার আশা,
    দেওয়ার কথা কেউ ভাবেনা।


    দিতে পারলে চাইবেনা আর,
   পাওয়ার আশা থাকবেনা তার।


নীল আকাশে উড়ে যাবে,
          খোলা প্রাণের হৃদয় পাবে;
জগতটাকে আপন করে,
           অসীম পানে ছুটে যাবে।


১৩ই আষাঢ, ১৪২৪, বুধবার,
ইং ২৮/০৬/২০১, বেলা ১০.৩০টা