নিত্য দিনের কর্ম আমার,
                            নিত্যদিন চলি;
অনিত্যের মাঝে নিত্য আনি,
                          কত কথা বলি।


জীবন খাতায় যাহা লিখি,
              মন মুকুরে তাহাই দেখি;
যে যাহাই বলুক মোরে,
       আমার খাতায় আমি লিখি।


হিসেব-নিকেশ কোথায় হবে,
                           চক্ষু মুদে থাকি;
ন্যায়ের কথা মাথায় রেখে,
                   ভাবনার ছবি আঁকি।


সবার ভালো আমার ভালো,
                   ভাল হবে কর্ম ফল;
শক্তি যোগায় অন্তরে আমার,
                  সেই প্রাণের মনোবল।


২ রা কার্তিক, ১৪২৬,
ইং ২০/১০/২০১৯,
রবিবার, বেলা ৪:৪১। ৮১৬, ২৪/১০/২০১৯।