মনুষ্যত্ব বোধের অধিকারী যারা
মানুষের পরম আত্মীয় তারা,  
           সুখে দুখে থাকে মিশে;
তারা অন্ধকারে জ্বালায় আলো,
        সবারে দেখায় পথের দিশে।


চেতনাই তাদের বলে দিয়ে যায়,
        জগতে মানুষ তোমার ভাই,
সেই ভাইয়ের তরে বিলাও জীবন,
            বিকল্প যে কিছু নাই।


এই তো মানুষ আর পশুর প্রভেদ,
       কোথাও যে আর প্রভেদ নাই;
পশুর আছে কেবল হিংসা আর দ্বেশ,
  মানুষের কাছে শুধুই ভালোবাসা পাই।


ধরার বাগিচায় মালি রূপি তারা,
        মানব তরুমূলে ঢালিতেছে জল;
কত ফুল ফোটায শাখায় শাখায়,
               ফলে যে কত ফল।


থাকে যে তারা একটু আশায়,
            মানবের কল্যাণ তরে;
সুখে রবে তারা আত্মীয় যারা,
           আলোকিত সেই ভোরে।


এই তো চাওয়া সেই তো পাওয়া,
            মানব আত্মার কাছে;
শতদুঃখ, অবহেলায় পায় না ভয়,
            থাকে মানুষের পাশে।


২১শে কার্তিক, ১৪২৫,
ইং ০৮/১১/২০১৮,
বৃহস্পতিবার, সকাল, ৯টা। ৬২৭ তাং ০৮/১১/২০১৮।