মানুষ হয়ে মানবতাবোধ,
হারাবো কি আমরা সবে?
মনুষ্যত্বের দাবি মানুষের কাছে,
আর করব আমরা কবে?


চারিদিকে শুধু খুনখারাপি,
হেথায় চলছে অবিরত;
ভাতৃত্বের বন্ধন না থাকলে,
থাকবেনা মনুষ্যত্বের ব্রত।


নারী মানেই সেই মাতৃজাতি,
উচ্চারণে মায়ের পরশ পাই;
এই নারীর গর্ভেই জন্ম মোদের,
তার কোলেই পাই ঠাঁই।


যাদের জন্য ধরায় আসা,
তাদের একটু দেওনা সম্মান;
মা যদি সন্তানকে ঘৃণা করে
তাহলে বাঁচবে কি তার প্রাণ?


২১ শে অগ্রহায়ণ, ১৪২৬,
ইং তাং  ০৮/১২/২০১৯,
রবিবার, সকাল ৭টা।  ৮৫৯,  ০৯/১২/২০১৯ ।