মোর ফরিয়াদ
                  চিত্ত রঞ্জন সরকার


মোর ফরিয়াদ যাইগো রেখে,
          শুধুই তোমার কাছে;
আমি সত্য মিথ্যা জানিনা গো,
           এই আঁধারের রাজে।


ভালো মন্দের বিচারের ভার,
         রইল তোমার পরে;
তুমি ফরমান জারি করো,
        সনাতন সত্য ধরে।


দুঃখ কষ্ট সব সয়েছি,
        জীবন পথে চলতে গিয়ে;
ভুল করেছি হয়তো কভু,
           বুকের ব্যথা বুকে নিয়ে।


ভুলের মাশুল দিতেই হবে,
           দিন ফুরিয়ে রাত্রি এলে;
চেতন চিত্তে মিলবে সারা,
            সুখ-দুঃখ মিলিয়ে দিলে।


মোর ফরিয়াদ তোমার ফর-মান,
          দেখুক মানুষ চক্ষু মেলে;
সকল ন্যায়-অন্যায় বিচার করে,
          মানুষ যেন পথে চলে।


বাং ৭ জ্যৈষ্ঠ, ১৪২৬,
ইং ২২/০৫/২০১৯,
বুধবার, সকাল ৭টা। ৭০১ তাং ২২/০৫/২০১৯।