ভাবতে চোখে আসে জল,
শ্রমিক মরে আর কৃষক মরে,
এটাই কি তাঁদের কর্মফল?


দুদিন পরে বেকার মরবে,
মরবে স্বকার আর জনগণ,
এই কি কবির চিন্তনের বোধন?


লিখতে গিয়ে আমরা বলি
ধর্ষিতা নারীর দুঃখের কথা,
ঝরে হোথায় মোদের মনের ব্যথা।


ব্যথাতেই কি শেষ হয়ে যায়?
এ নয় কি শুধুই চটুল বাক্যব্যয়?
তাতেই মননের শক্তির হয় ক্ষয়।


মনের ব্যথায় ভেজে না চিড়া,
দড়ি লাগে বাঁধতে বিড়া,
এযে মরণ-বাঁচন খেলার ক্রীড়া।


শক্তির লড়াই ধনী-গরিবের,
এ যুধিষ্ঠিরের পাশা খেলা নয়,
এ যুদ্ধ মোদের করতেই হবে জয়।


১১ই অগ্রহায়ণ, ১৪২৬,
ইং তাং ২৯/১১/২০১৯
শুক্রবার, বিকেল ৩টা ৮৫০, ৩০/১১/২০১৯।