মরণবাণ,
    
শাশ্বত মরণবাণ বুকে এসে লাগে,
যদিও কঠিন তাহা, কোথা যাব ভেগে?
জীবনের শেষ গতি, জীব যে মূঢ়মতি,
এই ধরার বসতি, একদিন হবে ইতি।


অভিন্নকে ভিন্ন বলি আমরা মূঢ় যারা,
একান্তই আপনপর বুঝি নাই মোরা।
শেষদিন এলে পরে যেতে হবে ছেড়ে,
বলিবো আর্তস্বরে দাঁড়াও মাঝি ওরে।


আর বুঝি সময় নাই, নাই দাড়াবার,
জীবন পথের পথিক যাবে পরপার।
ভুলে যাও স্মৃতিকথা, জীবনের যত ব্যথা,
রেখে যেতে হবে জীবনের সব হেথা।


দর্শনের শেষ ধাপ, দেখে মানুষ কুপোকাত,
যেতে হবে তাই বুঝি- ডাকে এসো নাথ।  


২৮শে চৈত্র, ১৪২৪,
ইং ১২/০৪/২০১৮,
বৃহস্পতিবার বিকাল ৫টা। ৫৭৪ তাং ০৫/০৯/২০১৮।