আচার-বিচার সুখের দিনে থাকবেনা তো আপন ঋণে,
হৃদয় সিংহাসনে আসবে না তো কোন বাণী সুখের দিনে।
ভালোবাসা সকল আশা যায় যে উড়ে আকাশ ফুঁড়ে,
মনুষ্যত্বহীন, অমানবিক, বিধ্বংসী ঐ শক্তির জোরে।
দুঃখের দিনে সকল বাণী, আমরা মানি আপন মনে,
তাই তো সত্যের খোঁজে যেতে পারি গভীর বনে ।
বুকে থাকে পাষাণভার, প্রাণ চায়না মানতে কোন হার,
তখনই শুধু আমরা ভাবি বিশ্বজুড়ে আমার ঘর।
ভালোবাসায় ভরিয়ে দিতে, দূরের কারো হৃদয় ছুঁতে,
ইচ্ছে জাগে শুকনো মরু মনে;
ভরবে কি মন দখিন হাওয়ায় বসন্ত বায়,
পাতার দোলায় সবুজের ওই আগমনে?


৯ ই আশ্বিন, ১৪২৬,
ইং ২৭/০৯/২০১৯,
শুক্রবার, সকাল ৯টা। ৭৯৪, ৩০/০৯/২০১৯।