আসিবে মৃত্যু নেমে, জীবন যাবে থেমে,
একা তুমি পড়ে রবে, কাথার শয্যা পড়ে,
কেউ তোমা ডাকিবেনা, আর নাম ধরে।
কত কথা, কত ব্যথা, ছিল ঠোঁটে লেগে,


দিনরাত পাশে বসে, প্রিয়া ছিল জেগে,
স্বপনের মতো ছিল, সেই স্মৃতি মেগে।
ভাবাবেগে মাখা সব, ওঠে কলরব,
কালবৈশাখীর ঝড়ে, উড়ে গেল সব।


এমনি করেই দিন, আসে আর যায়,
জন্ম-মৃত্যুর গাথাই, জীবন ভুলায়।
কাঁদে ভাই কাঁদে বোন, কাঁদে প্রিয়জন,
আকুলি বিকুলি কাঁদে, জননীর মন।


মৃত্যুভয় বড় ভয়, যে করেছে জয়,
বাঁধা তার স্বর্গলোক, সর্বলোক কয়।


১০ ই আশ্বিন, ১৪২৭,
ইং  ২৭/০৯/২০২০,
রবিবার সকাল আটটা। ১১৪৩৯৮, ২৮/০৯/২০২০।