মৃত্যুর পরে ওই যেন পারি চলিতে
মানুষের মুখে মুখে;
আমি রবো তাঁদের বুকেতে জড়ায়
জীবনের সুখে দুখে।


না পাওয়াদের না পাওয়ার ব্যথায়
হাঁটিব মিছিলে মিছিলে;
রৌদ্র বৃষ্টি আর ঘামে জলে ভিজে
থাকিব তাপে শীতলে।


না পাওয়ার দুঃখে পাওয়ার আনন্দে
অশ্রুজল আর হাসিতে;
গল্প, গাঁথায় কিংবা আঁধারে আলোতে
বাজবো তাঁদের বাঁশিতে।


আকাশে বাতাসে মেঘের আড়ালে
হাসিতে খুশিতে মিশে;
অলকে ঝলকে দিনেশের আলোতে
আমার জীবন শেষে।


শেষ হয়েও আর হবো না তো শেষ
চিরস্মরণীয় হয়ে রবো;
প্রভাতের আলোয় আঁধার সরিয়ে
হৃদয়ে জাগ্রত হব।


৪ঠা ফাল্গুন,১৪২৯,
ইং ১৯/০৩/২০২৩,
রবিবার সকাল ১০:৪৩। ১৯৫১, ২০/০৩/২০২৩।