দল বদল, নীতি বদল,
       মুখ বদল এর পালা;
অর্থ লোভে দেশ সেবায়,
       বাড়ছে দেশের জ্বালা।


দেখি জ্বালায় পুড়ে ছারখার,
       এই দেশের জনগণ;
এমন শাসক, ওই সুশাসনে
      কেমনে দেবে মন?


পাওয়ার আশায় রাজনীতিতে,
       ছেড়ে নিজের প্রফেশন;
মানুষকে দেয় মিথ্যা আশ্বাস,
         কুড়িয়ে নিতে ধন।


রক্ত ঝরায় ভক্তের দল,
         মায়ের কোল খালি;
মালা দিয়ে কর্তব্য শেষ,
         দেয় অকথ্যভাষায় গালি।


ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে,
       স্বার্থ পূরণ কার?
দেশের সম্পদ বিক্রি করে,
       করবে বৈতরণী পার।


দেশের সম্পদ, মোদের সম্পদ,
       মাথায় বোঝা থাক;
বললে পরেই জেলে পুরবে,
       করবে হাক ডাক।


ওই হল্লা গাড়ির বেলেল্লাপানা,
            সইতে কষ্ট হয়;
আমরা এসব বুঝবো কবে,
        মানুষের হবে জয়?


৭ ই চৈত্র, ১৪২৭
ইং ২১/০৩/২০২১,
রবিবার বেলা ৯:৩৫। ১২৬৫, ২৩/০৩/২০২১।