মুখোশ পরে মুখোশধারী
মিথ্যাচার লুকিয়ে রাখতে;
রংবেরঙের মুখোশ পরে
ঘুরে বেড়ায় এই সমাজে।


সমাজ আর রাজনীতিটা
গুলিয়ে ফেলে ব্যক্তিস্বার্থে;
সমাজসেবা মহান কাজ
হয় না ওই কেবল অর্থে।


চোরকে বলে চুরি করতে
গৃহস্তকে বলে সজাগ থাকতে;
মিথ্যাচারের এমন প্রমাণ
বলতে পারো কোন শর্তে?


এমন মানুষ সরকার প্রধান
সততার দুর্লভ প্রতীক;
দামি পোশাক, দামি গাড়ি,
বুঝতে হবে তার গতিক।


১৭ই অগ্রহায়ণ, ১৪২৯,
ইং ০৪/১২/২০২২,
রবিবার বিকেল ৩:৩২। ১৮৪৭, ০৫/১২/২০২২।