এখন উন্মুক্ত নয় প্রেমের দুয়ার,
দুর্বৃত্তরা ঘুরে বেড়ায় যেন বন্য শুয়োর।
দেখ চেয়ে আজ প্রেমহীন এই ধরার বালুচর,
মনুষ্যত্ব আর মানবতা হারিয়ে ফেলেছে ঘর।
ধণতন্ত্র, সমাজতন্ত্র, মেতেছে রক্ত হোলির খেলায়,
তাই দেখি সন্ধ্যা নামে ওই সেই প্রভাত বেলায়।
বইছে মায়ের চোখে অশ্রু ধারা,
আর সন্তানরা হচ্ছে মাতৃহারা।
মনুষ্যত্ব, মানবতায়, থাকবে না আর আশা?
এমনি করে হারিয়ে যাবে প্রেম ভালোবাসা?
তাই ভাবতে বলি সবাইকে আজ,
নিশ্চিহ্ন করতেই হবে ওই দুর্বৃত্তের রাজ।
আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়,
এ লড়াই লড়তে হবে আর করতে হবে জয়।
তাই রেখে যাই মুক্ত আহ্বান এই মানুষের কাছে,
জানি ভালোবাসা আজও সবার অন্তরে বেঁচে আছে।
হারবো না - আমরা হারবো না -
জানি দূরে দাঁড়িয়ে থাকতে আমরা কেউ পারবোনা।
এই মানুষের মানবতা সেই কথাই বলে,
প্রকৃতির সহায়তায় তাইতো আজও জগৎ চলে।


২৩ শে ভাদ্র, ১৪২৮,
ইং ০৯/০৯/ ২০২১,
বৃহস্পতিবার সকাল ৯:২৫। ১৪৩৫, ১০/০৯/২০২১।