মুক্ত চেতনায় সমৃদ্ধ মানুষ,
এই জগতে শান্তি লভে;
পর মতবাদে আপনার সাধে,
কে সুখী হয়েছে কবে?


তাই বলি ভাই নিজ অন্তরে,
নিতে হবে আজ ঠাই;
তবেই যদি মোরা এই ধরায়,
সেই মুক্তির স্বাদ পাই।


পর উপদেশে সময় কাটাবে,
পাবে না শান্তির খোঁজ;
নিজের মাঝে নিজেকে খোঁজ,
তবেই অভীষ্টে পৌঁছাবে রোজ।


এই জগতে নিরাকার ব্রহ্ম,
তারে অনুভবে তুমি পাবে,
আজও তারে দেখে নাই কেউ,
সে কেমনে সকার  হবে?


ডাকিলে পাবেনা ঈশ্বর তুমি,
পাবে শুধু ওই মানুষেরে;
মানুষই তোমারে পথ দেখাবে,
হাতে হাতে হাত ধরে।


মোহ, মায়াজাল ছিন্ন করি,
দেখ না খুঁজে তারে;
হয়তো দেখিবে আছে সে দাঁড়ায়
তোমারই হাতটি ধরে।


মানুষ হয়েছে মানুষেরই দানে,
কল্পিত দেবতার দানে নয়;
মোদের দুঃখ কষ্ট দূর করে মানুষ,
ওই অদৃশ্য দেবতা নয়।


মুক্ত আকাশে মুক্ত বিহঙ্গ,
ওই আনন্দে উড়ে যায়;
আমরাও পারি উড়িতে আকাশে,
তবে কেন পাব ভয়?


২০শে ভাদ্র , ১৪২৮,
ইং  ০৬/০৯/২০২১
সোমবার রাত ১০:০৭। ১৪৪১, ১৬/০৯/২০২১।