ঝড় তুলেছে ঘর ভেঙেছে,
                 এবার তবে সবাই চল;
শ্মশান সম থাকুক পড়ে,
                 এটাই ওদের কর্মফল।


ভোট চেয়েছে দিলাম মোরা,
                    নির্মম ওরা হল তাই;
রক্ত ঝরল জীবন গেল,
             আশার আলো হেথা নাই।


শাসক হল শোষক ওরে,,
                মনের কথা বলতে নাই;
হলাম নিজের দেশে পরবাসী,
           চোখের জলে ভাসছি তাই।


আমরা স্বাধীনতা কোথায় পাবো,
               যে মায়ের বুকে পাবো ঠাঁই?
মনের মাঝের শক্তি ছাড়া,
             আমাদের আর তো উপায় নাই।


ঝড়ের মাঝে কঠিন হাতে,
                  হালটা এবার ধরতে চাই;
স্বরাজ নামের ও পারেতে,
                   যেন মোরা পৌঁছে যাই।


সবাই এবার হাতে হাতে,
                   শক্ত কাঠের বৈঠা বাই;
ঝড় বাদলে পাবনা ভয়,
                    মুক্তির স্বাদ তাই যে চাই।


১লা অগ্রহায়ন, ১৪২৫,
ইং ১৮/১১/২০১৮,
রবিবার, সকাল ৮টা।