ঈদ মোবারক সবার তরে
থাকুক সবার হৃদয় ঘিরে।
ঈদের ছোঁয়ায় ভরুক হৃদয়
ওই অহিংসার মানসিকতায়।


ধর্মের নামে উপোষ করবো
কৃষ্ণের নামে আমরা মাতবো
আর জগৎ হিংসায় ভরে দেবে।


ঈশ্বরের নামে উঠুক জেগে
চেতন চিত্ত সবাই মেগে
মানবতা আর ওই মনুষ্যত্বে।


মন্দির-মসজিদ উপসানালয়
সবার প্রবেশে কেন থাকে ভয়?
মন্দির মসজিদের দেয়ালের আড়ালে
পাপের ভয় দেখায় হাত বাড়ালে।


ঐতিহাসিক তাজমহল নাকি শিবের মন্দির
আজ ওই স্থাপত্য বলির পাঠা কোন ফন্দির?
মানুষের ধর্ম মানবতা আর মনুষ্যত্ব
ধর্মের কাছে আজ আমরা ভৃত্য।


মুক্তি কোথায়? কোন সাধনায়?
মরবে মানুষ বুকের ব্যথায়;
আর শয়তানরা সব কুড়িয়ে নেবে
তাঁদের ব্যক্তিস্বার্থে যাহা যেথা পায়।


১ লা জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ১৬/০৫/২০২২,
সোমবার সকাল ৮:৩৬। ১৬৮৩, ১৮/০৫/২০২২।