হিংসার দাবানলে মরছে মানুষ
           ওই দেখো জ্বলে-পুড়ে
পশুরা হয়েছে শাসক-শোষক,
           গণতন্ত্রের ধ্বজা ধরে।


মানবহিতে আর মানব ব্রতে,
       মানুষের কাছে আহ্বান;
নিজে বাঁচো অপরকে বাঁচাও,
         রাখ মানুষের মান।


ওই ধর্মান্ধরা জিগির তুলেছে,
        তাদের স্বার্থ নিয়া;
জাতিতে জাতিতে ভেদাভেদ টানি,
        বাঁধিতে শৃংখল দিয়া।
হউক-
শৃংখল মুক্তি, স্বাধীনতায় মুক্তি,
         মুক্তি আকাশে বাতাসে;
আসুক-
হৃদয়ের মুক্তি প্রাণের মুক্তি,
        মুক্তি মানুষের চারিপাশে।


৯ ই মাঘ, ১৪২৬,
ইং ২৪/০১/২০২০,
শুক্রবার বেলা ১১:৪৫। ৯০৬, ০৪/০২/২০২০।