মুখরিত হও আজকে সবাই,
       ওই সত্যের উচ্চারণে;
ভয় পেয়ো না তোমরা আজ,
      অসাধুর মিথ্যা বাচনে।


ক্ষনিকের জয় মিথ্যার হয়,
      জগত দেখেছে তাই;
আগুনের দহনে সোনা খাঁটি হয়,
      তাই নির্মল রুপে পাই।


সত্য সুন্দর হারায় না কভু,
      আসবেই আসবে ফিরে;
রাতের পরে প্রভাতের আলো
       আসে যে আবার ঘুরে।


সত্যের বিচারে মিথ্যা হারে,
        আঁধার ঘুচাবে আলো;
তাই আজ এসে সবে মিলে
        মুক্তির আলো জ্বালো।


৩ রা আশ্বিন, ২৪২৮,
ইং ২০/০৯/২০২১,
সোমবার বেলা ১২:২৩। ১৪৪৬, ২১/০৯/২০২১।