শাসক, শোষক আর কিছু বুদ্ধিজীবী,
           স্বার্থের ধ্বজা বয়ে চলে;
সমাজকে নরকে পাঠায়ে তারা-
         নিজেদের দেশ প্রেমী বলে।


মুক্তির বেদনা আনুক চেতনা,
          সবার ঘরে ঘরে;
এই লড়াই থেকে আমরা যেন-
         না যাই সরে দূরে।


শত কন্ঠের কলকাকলিতে
             জাগিয়া উঠুক ধরা;
হাতে হাত ধরে লড়াই করিব
           হারিব না কভু মোরা।


আমাদের কবিতায় আলোকিত হউক,
         এই জগৎ সংসার;
বাংলার ঘরে ঘরে জ্বলুক আলো,
আলোকিত হবে সবার অন্তর।


৮ই জ্যৈষ্ঠ, ১৪২৪,
ইং ২৪/০৫/২০১৭,
মঙ্গলবার, রাত ১২.৩০টা।