ওরা বিনামূল্যে সবকিছু দেবে
শিক্ষা দেবে না;
ওই শিক্ষা প্রশ্নের জন্ম দেয়
ভয় পাবে না?


আপন ছাড়া কেউ করে না
শিক্ষা দেওয়ার চেষ্টা;
সবাইকে চায় বোকা রাখতে
প্রমাণ পার্থ, কেষ্টা।


শিক্ষার মূল্য কোথায় বলো
বলে চপের-দোকান খোলো;
তোমরা কোটিপতি তবেই হবে
ওদের জয়ধ্বনি তোলো।


উত্তরসুরীর কথা যারা ভাবেনা
নিজের কথা ভাবে;
কেমনে তাঁরা দেশ চালাবে
ভাবো একটু তবে।


তোমার ভাবনা তুমি ভাবো
কেউ দেবে না ভেবে;
তোমার লড়াই তুমিই লড়বে
কেউ দেবে না লড়ে।


গভীর খাদে পড়ার আগে
সচেতন সবাই হও;
মুক্তির পথের যাত্রী হয়ে
মুক্তির গান গাও ।


৫ই আশ্বিন '১৪২৯,
ইং ২২/০৯/২০২২'
বৃহস্পতিবার বিকেল ১০:৪৩। ১৮০৬, ২৫/০৯/২০২২।