চেতনার আলোতে আলোকিত হউক জগৎ,
তা নাহলে-এই আঁধার থেকে মুক্তির পথ নাই;
আমরা বিচার-বুদ্ধি সম্পন্ন জীব, চৈতন্যে শিব,
তবে কেন জগতের মঙ্গল কামনায় পাই এতো ভয়?


কোথায় মত, কোথায় পথ, কোথায় আলো তার,
কে দেখাবে দিশা? আর কারা নেবে তার ভার?
আমরা মানুষ, সত্যিই যদি মনুষ্যত্ববোধ থাকে আমাদের,
কেন নয় ভালোর লাগি, খুঁজিবো না চাবি  ঐ  আঁধারে?


২৪শে চৈত্র, ১৪২৪,
ইং ০৮/০৪/২০১৮,
রবিবার ভোর ৫ টা। 456 dtd 28/04/18