ধর্ম-জাতের ফাকা হাঁড়ি,  
            গোল বেধেছে হেথায়;
খালি কলসীর শব্দ বেশী,
            মুখ লুকাবে কোথায়।

জাতি, ধর্মের বেড়াজালে,
              মানুষ দিশেহারা;
আনন্দটাই বড় কথা,
               পেতে চায় যারা।


পেতে হবে দিতে হবে,
           প্রাণে প্রাণে মিলতে হবে;
সেই দেওয়া, নেওয়াই,
          মনের মাঝে ইষ্টমন্ত্র রবে।  


তবে কেন আর হচ্ছে দেরি,
ছিড়ে ফেলরে ধর্মের দড়ি,
       মানূষকে যে মুক্তি পেতে হবে;  
খোলা হাওয়ায় নীল আকাশে,
  উড়তে হবে সেই বাতাসে,
      তবেই সবাই মুক্তির স্বাদ পাবে।


তাই-কেন আর-বসে থাকা,
মনের জঞ্জাল কর রে ফাঁকা,
      মানবতার নিশান উড়বে হেথায়;
স্নান করে নে সত্যের জলে;
মনোময় রূপ দেখবি বলে।  
     এ লড়াই আমাদের যাবেনা বৃথায়।


৩০শে ভাদ্র, ১৪২৪,
ইং ১৬/০৯/২০১৭,
শনিবার, সকাল ১০টা।