মনস্বী মানুষ কোথায়? যারা ভাবে অপরকে লয়ে,
সবাই ছুটিছে আজ মনস্থ মনান্তর বয়ে।  
সমাজ জীবনের এ যেন নিত্যনৈমিত্তিক দৃশ্যত মেলা,
রাজা মন্ত্রী উজির নাজির প্রতিদিন খেলে এই খেলা।
বড়রা পালিয়ে যায় ক্ষমতার জোরে,
ছোটরা লুকায় পড়ে ঝোপ ও ঝাড়ে,
মাঝারিরা পারে না কিছুই,
শেষে এসে সবাই ধরা পড়ে।


এতো দেখি এতো শুনি, তবু প্রবৃত্ত থেকে নিরত নই মোরা,
নীরতীত নশ্বর লয়ে বয়ে চলি জীবনের ভরা।
সত্যে মুক্তি, সরলতায় মুক্ত্‌ মুক্তি চিরন্তন,
ইন্দ্রিয় বৃত্তি, ইন্দ্রিয় তৃপ্তি যবে হবে নিরঞ্জন।


কে দেখাবে মুক্তির পথ এই উত্থান-পতনে,
মানুষের এই উত্তাপিত জীবন মননে?
নাই হেথা বুদ্ধ, যীশু, কিংবা হযরত মুহাম্মদ,
অসহায় মানব জাতি কোথা পাবে দিশা আর সেই পথ।
তাই বুঝি ঊশৃংখল মোরা সারা দিন রাত,
ধ্বংস করিতে শক্তির জোরে প্রেমের জগত।


১৩ই কার্তিক, ১৪২৫,
ইং ৩১/১০/২০১৮,
বুধবার, সকাল ৮টা।