মূর্তিমান কথা বলে তার নিজের ভাষায়,
মানুষকে ভুলিয়ে রাখে সে কিসের আশায়?
মৌলিক ভাবনা চিন্তা থাকে নিজের ভিতরে,
সার্বজনীন নয় তাহা বুঝে ভাবেন অন্তরে।


সমষ্টির লাগি ভাবনা, দিনের আলোর মত,
একক চিন্তায় সংস্কার আসে তরা যত।
পাঁজি পুঁথি আর কুসংস্কার ভর করে মনে,
তারা যদি শাসক হয়, হবে কি কারনে?


ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, ভর করে তারে,
অশান্তির দাবানল জ্বলবে জনগণের ঘরে।
অজ্ঞানী নিজেকে জ্ঞানী বলে আপন ভাবনায়,
ধরাকে সরা বলে গোষ্ঠী স্বার্থের তাড়নায়।


গল্পকে সত্যি বলে ওই রূপক নারায়ন,
রূপকথা জানে মিথ্যা, তবু বলে সনাতন।
মিথ্যাকে সত্য বলে, সত্য কভু মিথ্যা নয়,
বারবার সেই মিথ্যা কথা জনগণকে কয়।


প্রকৃতি পারে না সইতে অতশত মিথ্যার ভার,
তাই একদিন ভেঙে পড়ে সেই তাসের ঘর।
জগতে ঝড়ঝঞ্ঝা কত কিছু আসে বারেবার,
মারণ করণা এসেছে শিখাতে তাই আবার।


শাশ্বত সত্যের পথে বাঁধা - চিরদিন থাকে না,
মিথ্যা অশান্তিকে শেষে কেউ আর ডাকে না।
ঘৃণা ভরে দেখে সবাই, থুতু ফেলে পথে,
ফলে মূর্তিমান শেষ হয় কোন এক রাতে।


শেষ করেছে নিজেদের গোয়েবেলস, হিটলার,
জগৎ মুক্ত হয়েছে হতে দুঃসহ জঞ্জালের ভার।
শিক্ষা নিয়ে পথচলা ধরার জনমানব শেখে,
মানুষ সুখ-দুঃখ সব সহে, এই সত্যকে দেখে।


২১শে চৈত্র, ১৪২৬,
ইং ০৪/০৪/২০২০,
শনিবার রাত ১১.৫৫। ৯৬৬, ০৫/০৪/২০২০।