মাতৃ রূপিণী নারী মূর্তি ,
                 পূজেছি পুস্প অর্ঘ দিয়া ;
    কামিনী কাঞ্চন ফুল লইয়াছি ,
                  হাতে আপন করিয়া ।


    ভগ্নী রূপে দেখেছি তারে ,
                   খেলার সাথী ছিল ;
    বন্ধু রূপে এসেছে কাছে ,
                   স্নেহের পরশ দিল ।
      
    ধাত্রী রূপে বক্ষে জড়ায়ে ,
                  রেখেছে আপন করে ;
    বক্ষ সুধা মিটায়েছে ক্ষুধা ,
                  দিয়েছে উজাড় করে ।


    এ জগতে কোথায় পাবিরে ?
                      এমন আপনজন ;
    হেলায় তুই হারাস নারে ,
                    পেয়ে অমূল্য রতন ।


   কেন তবে করিস ওরে ?
                     ঘৃনা আপন জনে ;
    পদতলে রাখিস্ নারে ,
                 জর্জরিত করে অপমানে ।


    যদি হারায়ে যায় এমন রত্ন ,
                     আর পাবিনা তারে ;
    তখন বন্ধ খাঁচায় খুঁজবি ওতুই ;
                      মায়ের স্নেহ ওরে ।  
৩০শে শ্রাবন,১৪২২,
ইং ১৬/০৮/২০১৫,
রবিবার, সকাল ৬টা।