নারীর সম্মান মায়ের সম্মান,
পৃথক কিছু নয়;
মায়েরা যদি সম্মান হারায়,
পুরুষেরই সে দায়।


মা ছাড়া আমরা কোথায়,
নারীর মূল্য তাই;
মায়েরা মোদের স্বর্গ ভূমি,
আল্লাহর নির্দেশ পাই।


মায়ের অপমান আল্লাহর গজব,
পুরুষরা তাই ভোগে,
নারীর প্রতি রাখলে সম্মান,
মরবে না তাই রোগে।


বেহেস্তের দ্বার খুলে যাবে,
জগত থাকবে সুখে;
নারীর সন্তান আমরা সবাই,
বলবো সবাই মুখে।


মায়েরা পাবে প্রকৃত সম্মান,
সন্তান মানুষ হবে;
নারীর দুঃখ থাকবে না আর,
জগত বেহেশত হবে।


২৩ শেষ আশ্বিন, ১৪২৭,
ইং ১০/১০/২০২০,
শনিবার সকাল ৯:২৯। ১১৬৪, ১৯/১০/২০২০।