নিজের ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে,
কি খেলা খেলিছে মানু্ষ, জীবনের মন্তরে।
এ কি লুকোচুরি আড়ালে আবডালে ?
ক্রমে ক্রমে রং প্রকাশিত বিশ্ব মন্ডলে।
রাখঢাক সব যাক খোসা খোলা উচ্চাটনে,
ক্রমবিকাশ প্রকাশীত এই পরিব্যপ্ত বেস্টনে।
উন্মুক্ত রুদ্ধতা যদি ঘটে কালে কালে,
ধোঁয়াশার কুয়াশা কেটে যাবে ছলে বলে।
পরিশুদ্ধ শুদ্ধিকরণ করে নাই কোন বারণ,
অবিন্যস্ত বিন্যস্ত হয় সংশোধনের ঐ ধরন।
ধর্ম, জাত-পাত, সংস্কার, এ সব অবিচার,
ব্যক্তি স্বার্থে ছড়ায়ে দিয়েছে এই কুসংস্কার।
সাত রঙে রামধনু, নানা ফুলের অলংকার,
ভুবন মোহিনী রূপে বিভূষিত ধরা তার।
প্রলাপ আলাপ হোক আজ সবার মননে,
নরক স্বর্গ হউক, অমানুষ রাক্ষসের মরণে।
আনন্দে ভরে উঠুক হৃদয়ের দ্যোতনা,
এই হোক মানুষের অন্তরের বন্দনা।


২০শে কার্তিক, ১৪২৫,
ইং ০৭/১১/২০১৮,
বুধবার, বেলা ১টা। ৬২৬ তাং ০৭/১১/২০১৮।