পুরাতন গেল স্মৃতির পাতায়,
সেই চৌদ্দশ সাতাশ;
যৌবনা এল নবরূপে,
এই চৌদ্দশ আঠাশ।


চৈত্রের শেষে মাস বৈশাখ,
আবার ফিরে এলো;
গানে গানে নবীন বরণ,
আবেগে ভরিয়া দিল।


পুরাতন যায় নূতনের ছোঁয়ায়,
বলে যায় কানে কানে;
আমার মত তুমিও যাবে,
সময় স্রোতের টানে।


হাসি আনন্দে রবির কিরণ
উঠিবে জেগে বঙ্গমাতা;
ফুলের মালা গলায় দোলায়,
অভিন্ন ভগ্নি ও ভ্রাতা।


নতুন রূপে, নতুন বছর,
মোরা করি আহ্বান;
প্রেম ,শান্তি, বিলাও সবারে,
আনন্দ করো দান।


বাঙালির প্রাণের এই নববর্ষ
হরষে হরষিত হবে;
নবীনের আশা নবীনের ভরসা
বাস্তবের ছোয়া পাবে।


২৫ শে চৈত্র, ১৪২৭,
ইং  ০৮/০৪/২০২১,
বৃহস্পতিবার রাত ১১:৩২। ১২৮৮, ১৫/০৪/২০২১।