প্রেমের বাঁধনে বেঁধে ছিলে মোরে,
     কত সুখস্বপ্ন বুকে লয়ে;
জীবন সাগরে পাড়ি দিয়েছিলে,
    শত দুঃখকষ্ট নিজে সয়ে।


হাতে হাত রেখে বলেছিল তমি,
  ছাড়িবেনা আমার হাত জীবনে;
যতই আসুক বাঁধা অজানা পথে
  মোদের ভালবাসার এই ভূবনে।


ছন্দ পতন হয়নি যে তাহা নয়,
   মাঝে মাঝেই ছিড়েছে বীনার তার;
গভীর মমতায় নতুন তারের সংযোজনায়,
   নতুন সুর বেঁধেছিলে বার বার।

আজ অনেকটা পথ অতিক্রান্ত বয়সের ভারে
    স্রোতের তালে, সুরের জালে;
মায়ার বন্ধনে- আমরা আজ, ছুটে চলেছি,
    অজানা নতুন পথের সন্ধানে।


১৬ই ফাল্গুন, ১৪২৪,
১লা মার্চ, ২০১৮,
বৃহস্পতিবার, বিকেল ৩.৩০। B.k.414