কবি জয়শ্রী করের পঞ্চকলি (১৩৫-১৩৬) এর মন্তব্যে.
আমার কবিতা----


বেশী মদ না খেলে পরিচয়টা জানতোনা যে কেউ,
প্রেমিক  সেজে বেশী টেনে সব জেনে গেল ফেউ,
      কেউ দুঃখেতে বেশী টানে,  
     আর ভালবেসে কেঊ মানে,
প্রানের উথালপাথাল বিচার করে না তো কেউ।


খেয়াঘাটে দাঁড়ায়ে ভাবে ওপারের কথা,
ফেলে আসা স্মৃতিগুলো দেয় বড় ব্যথা।


নদীর জল করে ছলছল বৈঠার টানে,
নৌকাখানি চলে তাই উজানের পানে ।  


কখন নৌকা ভাঁটার টানে,
চলবে ছুটে আপন প্রানে,
          মোরা কেউ তো মানিনাই;
নৌকার মাঝি যে-সেই জানে,
জোয়ার ভাঁটার কি যে মানে,
           আমরা মোটেই বুঝিনাই।


এমন দিন আসবে বলে,
বুঝি নাই তো সময়কালে,
           এখন আর দুঃখ করি না;  
সময় এলে যাব চলে,
সব কিছু ধরায় ফেলে,
          দো-টানার ধার ধারি না।


১২ই মাঘ, ১৪২৪,  
ইং ২৬/০১/২০১৮
শুক্রবার, সন্ধ্যা ৬টা।
এই কবিতাটি দিদি জয়শ্রী করকে উৎসর্গ করলাম।