দিন যায় রাত যায় আসে প্রভাত,
             পাখিরা করে গান;
জীবনের ওই মর্মবাণী মোরা শুনি,
               প্রাণে বাজে তান।


অতীত বর্তমান নিয়ে আছি বসে
       ভবিষ্যতের আশায়;
শেষে এসে বৈতরণীর তরীখানি
         বানে ভেসে যায়।


আজ বুঝি সব এলোমেলো,
কে কোথায় পড়ে রইলো?
ভাবনা ভাবার সময় আর কই;
নিখাদ জীবনের কষ্ট একা একা সই।


২০ শে ভাদ্র, ১৪২৬,
ইং ০৭/০৯/২০১৯,
শনিবার রাত ১০:৩০। ৭৭৩, তাং ০৮/০৯/২০১৯।