নিয়মানুবর্তিতা সহজ করে বলে সবাই
কিন্তু তত সহজ নয়;
ভুলের মাশুল প্রায়শ্চিত্ত করণ,
অনিয়মানুবর্তিতা থেকে হয়।


প্রকৃতিই তো শিক্ষায় নিয়ম
রাত দিন ধরে;
আমরা কতটুকু শিখতে পারি,
বল আপন করে।


সবাই মোরা পরনির্ভর এই জগতে
হেথা আপন কেহ নয়;
তাই পরকে আপন করতে হবে
নয়- বাঁচার থাকে ভয়।


কোন অনিয়ম করলে পরেই,
নিজের বা পরের ক্ষতি হয়;
দুঃখ প্রকাশ তাহার ফল,
থাকে প্রায়শ্চিত্তের ভয়।


ওই মূল্যমান কাহার বেশি,
আমরা বলতে পারিনা;
ভুল ত্রুটি থেকে কথা আসে-
নিয়মানুবর্তিতা, দুঃখ প্রকাশ যা।


নিয়ম মেনে চলতে পারলে
হবে ভুলের সংখ্যা কম;
দুঃখ প্রকাশ হবে না করতে,
হবে না বন্ধ দম।


১৪ ই আষাঢ়, ১৪২৮,
ইং ২৯/০৬/২০২১,
মঙ্গলবার সকাল ১০:১১। ১৩১৪, ৩০/০৬/২০২১।