দূঃখকে বাদ দিয়া জীবনটা নয়,
ক্ষুদ্র সুখ হারাতে পাই কেন ভয়?


সত্যই মূলমন্ত্র আমাদের ছোট্ট জীবনে,
শেষ কথা সত্যই বলবে এই ভূবনে।


তবে কেন হুটোপাটি, করি কি কারন?
জীবন আর প্রকৃতির, যে- একই ধরন।  


সত্য যেমন মিথ্যা নয়, মিথ্যাচারে শুধুই ভয়,
      পাপের বোঝা ধীরে ধীরে বাড়ে;
পাপের বোঝা হলে পূর্ণ, ভাবনা ক্রমে হয় শীর্ণ,
      সব দায় পড়ে এসে ঘাড়ে।


পাপের চাইতে দুঃখ ভাল, মুছে দিয়ে মনের কালো,
       ক্রমে ক্রমে পূন্যের পানে ধায়;
পূন্য পেতে শূন্য কর, ঐ দুঃখকে জাপটে ধর,
        আর থাকবে না তো ভয়।


নির্ভীকের ভিখ সুখ যে তাঁর,
ভীরু- দুঃখ পাবে জীবন ভর,
        জীবন-এই পরম সত্যের কথাই বলে;
তবে আর কেন বসে থাকা,
কভু- চলার পথ হবে বাঁকা,
        সাহসীরা সেই পথে- তাই ছুটে চলে।


২১শে ফাল্গুন, ১৪২৪,
ইং ৬ই মার্চ,২০১৮,
মঙ্গলবার, সকাল ৯টা