নিশির ডাকে অলস ভাবে,
থাকে বসে আপন ঘরে
শুধুই সুখের ভাবনায়;
নানান ভাবে সুখের দোলায়
প্রাণ খুলে দোল দিয়ে যায়,
বসন্তের দখিনা হাওয়ায়।


নিশি রূপী সুখের পাখি,
পাখা ঝাপটায় মেলে আঁখি,
নীল আকাশ পানে;
কোথায় সুখ? কত দূরে,?
প্রাণের কাছে আসবে ঘুরে,
উচ্ছল এই প্রাণের টানে।


আশায় ভাসায় মনের নেশায়,
ঐ হৃদ পাখিটার ভালোবাসায়,
সকলি যে ভুলে থাকি;
সেই অন্ধকারে গভীরভাবে,
ভাবনা আমার আসবে কবে,
নিশীথ পাখি চলছে ডাকি।


ঘুমের মাঝে জেগে উঠি,
চারিদিকেই নীরব দেখি,
একলা আমি চেয়ে থাকি,
আঁধার ঘেরা দিগন্তের পানে;
আলোর চাইতে রাত্রি ভালো
দেখতে হয় না মুখের কালো
বলবে না কেউ আলো জ্বালো
ভুলে যায় মন নিশির গানে।


২৬ শেষ চৈত্র, ১৪২৬,
ইং ০৯/০৪/২০২০,
বৃহস্পতিবার বেলা ৯টা। ৯৮৯, ২৭/০৪/২০২০।