নীতিকথা, নীতিবোধ বলে না তো কেউ,
ভালো-মন্দ ভুলে দেখি কূলভাঙা ঢেউ।
আচার-বিচার আর সত্যের কথন,
কোথাও খুঁজে পাবে না, সেই ভালো মন।
টিভি আর মুঠোফোন, শৈশবের সাথী,
তাই নিয়ে বড় হয়ে থাকে সবে মাতি।
শাসক চায়না আর শিক্ষার বিস্তার,
তাহলেই চালু রবে, শোষণ তাহার।


সরকারি সংস্থা হলো ব্যক্তি মালিকানা,
জনপ্রতিনিধি তাই হাতে যায় গোনা।
বাকিরা নিজের স্বার্থে, করে চলাফেরা,
দেশ,দশ সবকিছু, হয়ে থাকে ছাড়া।
শাসকের মতিগতি, দেখি আজ তাই,
কিভাবে দেশের হিত, বল মোরা পাই?


২রা কার্তিক, ১৪২৭,
ইং ১৯/১০/২০২০,
সোমবার সকাল ৭:৩০। ১১৬৫, ২০/১০/২০২০।