চারিদিকে নিত্যই মৃত্যু দেখি,
আর আমরা বেঁচে রব সে কি!!!
শুনি রব বলে সব তবু চেতনা কোথায়?
সম্পদ পাহাড় নিয়ে বেঁচে আছি ব্যথায় ব্যথায়।


যেতে হবে সব ছেড়ে এটাই সত্য,
তবু বাঁচার ইচ্ছাটাই জাগিতেছে নিত্য।


সেই অজানা সময় এলে,
যাব মোরা সবই ফেলে,
              জীবনটা বাধা আছে শৃংখলে;
উপায়টা যে নাই আর,
বৃথা আস্ফালন শুধুই তার,
              সবই যে  মোহ-মায়ার ফলে।


সময় থাকিতে ভাবো,
কালবেলা এলো এলো,
                    যেতে যে সবাই-কেই হবে;
ভালোবাসা নিজে সাধ,
জনগণে প্রেমে বাঁধ,
                  এই জীবনে আনন্দেই রবে।


প্রেমের বিকল্প নাই,
আনন্দে রবে সবাই,
                 থাকিবে না আর কোনো দুখ;
ছেড়ে যেতে এই ভূমি,
আছি হেথা তুমি আমি,
                    পাব মোরা সেই স্বর্গীয় সুখ।


২ রা অগ্রহায়ণ, ১৪২৬,
ইং  ১৯/১১/২০১৯,
মঙ্গলবার, সকাল ১০টা। ৮৪০, ১৯/১১/২০১৯।