আমরা যারা অপারগ বন্ধু,
         পারি নাই কঠিন লড়াই লড়তে;
তাদের দ্বারা হবে না কিছুই,
         এই সমাজে নতুন কিছু গড়তে।


মোদের বজ্রমুষ্টি আলগা হয়েছে,
                      নাই শক্তি-সামর্থ্য আজ;
নবীন কে যোগাই প্রাণের শক্তি,
                  আজ এটাই মোদের কাজ।


কালের গতিতে বৃদ্ধ হয়েছি,
                           পারি না আর ছুটতে;
নবীনদের দিয়েছি পথের দিশা,
                           বিস্ময়ের সৃষ্টি গড়তে।


তরুণরাই পারে ঝঞ্ঝার মাঝে,
                            ছুটিতে এমন করে;
তাদের পানে চেয়ে আছি মোরা,
                         জীবনের বাজি ধরে।


১৫ই শ্রাবণ, ১৪২৬,
ইং ০১/০২/২০১৯,
বৃহস্পতিবার, বেলা ২টা।৭৪৭ তাং ০৩/০৮/২০১৯।