নতুন সুরধ্বনী উঠুক বাজি,
যদি কবিকণ্ঠ থাকে রাজি,
যেমন বেজেছিল স্বাধীনতার পূর্ব ক্ষনে।


নতুন যুগের নতুন হাওয়া,
পথে-ঘাটে গান গাওয়া,
চেতনায় জাগিয়ে তোলা দেশের জনগণে।


কষ্ট হবে সৃষ্টি করতে
নতুন যুগের চেতনা দিতে,
সেই কষ্ট মেনে নেব আমরা সবাই মনেপ্রাণে।


সাম্যবাদের এমন সুধা,
আদর্শবাদে মিটাক ক্ষুধা
ধর্মহীন, বর্ণহীন, আসুক নেমে সেইদিন।


কঠিন শর্তে লড়তে হবে,
রক্তের ঋণ শোধতে হবে,
আর বিকল্প যে হেথায় মোদের নাই।


জানিয়ে দাও বিশ্বকে আজ,
আসছে ঐ সাম্যের রাজ,
নবীন সূর্য আজ সবারে পথ দেখাবে।


ঝড় তুলে দাও মন সাগরে
মানুষ মোদের হতেই হবে
পাল তুলে দাও, হাল ধরে নাও, শক্ত হাতে।


মনের শক্তি প্রাণের শক্তি,
হৃদয় মাঝে এক করে দাও
এ লড়াই লড়তে হবে জিততে হবে মনের জোরে।


শেষ কথাটা বলতে হবে,
প্রাণ খুলে উচ্চ রবে,
এই জগতে মানুষের মত মানুষ মোদের হতেই হবে।


২৬ শেষ চৈত্র,১৪২৬,
ইং ০৯/০৪/২০২০,
বৃহস্পতিবার, বিকেল ৫:৩০। ৯৭২, ১০/০৪/২০২০।