জীবনের শেষ এসে বাস্তব যায় ভেসে,
অবাস্তব কে কোলে তুলে নেয়;
হৃদয়ে ব্যথা ভরা জীবনকে দেয় নাড়া,
সত্যকে মেনে নিতে পাই বড় ভয়।
এইতো জীবণের খেলা অকূলে ভাসায়ে ভেলা,
কুল হারা কুল কোথা পায়?
সৃষ্টির আদি থেকে পথ সব গেছে বেঁকে,
কুল হারা অনন্তের পানে শুধু ধায়।
প্রকৃতির নিয়মে জন্মের পর মৃত্যু,
এর চাইতে পরম সত্যি আর কিছু নাই;
মানব চেতনার উপলব্ধি এখনো যে তাই।
মহাশূন্যের শূন্য হতে সৃষ্ট শক্তি আত্মারূপে মেনে নেই মোরা,
সেই শক্তি নিঃশেষিত জীবনের শেষে মহাশূন্যে কোথায় যায় ভেসে?  
অবাক বিস্ময়ে প্রাণে শান্তির কথা আসে।
না জানি পরিণতি, না জানি শেষ,
কোথায় মিলিয়ে যায় জীবনের রেশ?
এই নিয়ে আছি মোরা বেশ।
যে ছিল প্রাণের কাছাকাছি,
তারে ছাড়ি আমরা কি ভালো আছি?
বুকের যাতনা নিয়ে বলি শুধু ভালো থেকো তুমি,
আর ডাকি অজানা অচেনা সেই অন্তর্যামী।


২০ শে বৈশাখ, ১৪২৬,,
ইং ০৪/০৫/২০১৯,
শনিবার, বেলা ৯টা। ৬৯৩ তাং ০৪/০৫/২০১৯।