ভ্রান্তির বেদনা অতীত হলে,
            অভিজ্ঞতা জন্ম লয়;
আমরা জানিনা আমরা বুঝিনা,
             স্মৃতি কি করে হয়।


অতীতের সুখ, অতীতের দুখ,
              হৃদয়ে উঠে জাগি;
বর্তমানে বসি কল্পনায় কাঁদি,
         সেই দিনগুলোই মাগী।


জীবনের অতি খারাপ সময়,
          শেখায় আমাদের শেখায়;
চিনিতে পারি ভালো, মন্দ,
         মোদের জীবনের বিনিময়।


কেউ বা দেখায় আঁধারের পথ,
          নিজের স্বার্থ লাগি,
কেউবা দেয় আলোর দিশা,
          চেতনা ওঠে জাগি।


ভালোর তুলনা খারাপ হবে না,
          সে স্বচ্ছ ও সুন্দর;
মানুষ হউক মানুষের মত,
          ওই স্বর্গীয় পুরন্দর।


৩১ শে আষাঢ়, ১৪২৬,
ইং ১৭/০৭/২০১৯,
বুধবার, বেলা ৯.৩০। ৭৩৬, তাং ১৭/০৭/২০১৯।