এই অবতার, দুঃখীর টোপলা,
সব মিলেছে চাঁদের হাটে;
গঙ্গাফড়িং জল ছুঁয়ে যায়,
নৃত্য দেখি বসে ধরার ঘাটে।


হেথায় রাজস্ব কামায় মদ বেঁচে,
করোনায় মানুষ মরে বুঝি যেচে?
এরা ধর্মের নামে বিভেদ ছড়ায়,
আর শান্তির নামে দুঃখ বাড়ায়।


দেখি জনগণের জন্য কুমির অশ্রু,
দেখো সাজসজ্জা আর সাদা শ্মশ্রু।
দেখে মনে হয় বিজ্ঞজনের মুখ,
ভালো বোঝে শুধুই নিজের সুখ।


স্বর্গ, নরকের ভয়, মানুষকে দেখায়,
ভন্ড রাম রহিম দের চেলা বানায়।
ত্রিশূল নিয়ে রামের নামে নাচে ভূত
এরাই বুঝি মর্তধামে ঈশ্বরের দূত।


২২শে বৈশাখ, ১৪২৭,
ইং ০৫/০৫/২০২০,
মঙ্গলবার রাত ১১:১১। ১০২০, ২৮/০৫/২০২০।