ওহে ব্রজবাসি মুখে নিয়ে হাসি,
        দেখি চোখে অশ্রু রাশি;
কি সুখে আছো, কেমনে বাঁচো,
       এই জীবন সাগরে ভাসি?


আশা, নিরাশা, শুধুই হতাশা,
         আপন যন্তর মন্তরে;
এইতো জীবন, এইতো মরণ,
        প্রানপন সবে সন্তরে।


কত বাঁধা পথে আপনার মতে,
        দাঁড়ায়ে সম্মুখে তোমার;
আপন শক্তিতে, প্রাণের ভক্তিতে,
          পারো হতে হবে সবার।


যবে চলার শুরু, বুক দুরু দুরু,
       দেখি আঁধারে ঢাকা ওধারে;
পাষাণ পরান মানে না তো মন,
        যেতে হবে যে ওপারে।


৭ই পৌষ, ১৪২৬,
ইং ২৪/১২/২০১৯,
সোমবার, বিকেল ৫:৩০। ৮৬৯, ২৪/১২/২০১৯।