অহংবোধের তপ্ত আগুনে,
কেন জ্বলে মরবো?
মরার আগে আমরা সবাই
অহংবোধ কেই ছাড়বো।


অহংবোধে হয় না ভালো,
দুঃখ ঘুরে আসে;
সুখের আলো ক্ষণিক তরে
চোখের সামনে ভাসে।


জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও
ওই দুঃখের অহংবোধ;
একার মতে দুঃখ তাতে,
হয় সুখের অবরোধ।


সবার কথা, সবার ব্যথা,
যদি বুঝতে পারো;
প্রাণের আরাম মনের সুখ,
ওই সাম্যবাদকে ধরো।


৭ই চৈত্র,১৪২৭,
২১/০৩/২০২১,
রবিবার বিকেল ৫:০১।  ১২৬৪, ২২/০৩/২০২১।