কারো কাছে আল্লাহ তুমি,
কারো কাছে ভগবান,
কোথাও গড কিংবা হরির নাম।


ওহে সত্য সুন্দর,
জাগো ওঠো তুমি বলো -
কে তোমারে চঞ্চল প্রাণ দিল?


অনন্ত জগৎ মাঝে
নানান রূপে তুমি সেজে
বিভেদের সুর কেন বাজে?


একাই তুমি নানারূপে
নানান জনকে পথ দেখালে
এ কোন  যুগ সনাতনে?


তোমার ভাবনা তুমি ভাবো,
আমরা কাঁদি হেথায় বসে,
ছন্নছাড়া হারাই দিশে।


ছোট্ট জীবন, ছোট্ট কথা,
কেন বোঝনা মোদের ব্যথা?
তোমার কাছে নোয়াই মাথা।


কষ্ট দিয়ে কি আনন্দ পাও?
তবে কেন জীবন দাও?
আবার দিয়েও কেন তুলে নাও?


১৭ ই চৈত্র, ১৪২৭,
ইং ৩১/০৩/২০২১,
বুধবার সকাল ৬:২০। ১২৭৩, ৩১/০৩/২০২১।