মস্তক যখন হৃদয় চালিত,
     অতর্কিতে দমকা হাওয়া বয়;
অতিসাবধানী মানুষেরও,
      স্থৈর্যের বন্ধন ছিন্নভিন্ন হয়।


সংযমী যোগীর, উর্বষীর ছোয়ায়,
              ধ্যানশ্চ্যুতি ঘটে;
হিসাবী ও বেহিসাবী হয়,
             হৃদয় যখন ছোটে।

স্থিতধী ও চঞ্চল হয়,
          দুর্বল ঐ মুহূর্তের তরে;
শরীরে কম্পন ধরায়,
             অজানা সেই জ্বরে।          


যদি নাহি আসে বৃষ্টি,
          ঐ ঈশান কোনের মেঘে;
আঁধি এসে ঢেকে দেবে,
             ভীষণ ঝড়ো বেগে।


২৫শে শ্রাবণ, ১৪২৪,
ইং ১১/০৮/২০১৭,
শুক্রবার, সকাল ৮টা।