কি দেখিলাম? কি চিনিলাম?
কিসের খোঁজে পা বাড়ালাম?
কোথায় যাব? কেন যাব?
ভাবনা ভরা এই জীবনে?


খেলার খেলা শুধুই হেলা,
এমনি করেই কাটবে বেলা,
চাওয়া পাওয়ায় মন ভরবে না;
নিরানন্দে আনন্দের খোঁজে,
মনের অতৃপ্তিকে তৃপ্তি বুঝে
হেথায় কভু শান্তি মিলবে না।


প্রাণের আবেগে, দুঃখের গানে
ভাসবে হৃদয় স্বপ্নের বাণে,
কোথায় গিয়ে ঠেকবে তরী,
            তাহা কেউ তো জানে না;
শীতের শেষে বসন্ত এসে,
মনের ছোঁয়ায় দক্ষিণ বায়ে,
      শিশির ভেজা ফুল কি ফুটবে না?


পাখিরা সব কলতানে,
উঠবে নেচে এই কাননে।
অবাক হয়ে তাকিয়ে রবে প্রাণের বধু;
প্রাণের সাথে, প্রাণের কথা,
উঠবে জেগে হিয়ায় ব্যথা,
আপন বেগে অসীম পানে ছুটবে শুধু।


১৩ ই চৈত্র,১৪২৬,
ইং ২৭/০৩/২০২০,
শুক্রবার সকাল ১০টা। ৯৬৫, ০৩/০৪/২০২০।