দিকবিদিক শূন্য মানুষ,
         ভাবনা গেছে মুছে;
ভাবনায় এলে, কি যে বলে,
        লজ্জা পায় শেষে।


অকাজের সম্পদ এরা,
        থাকে কাজের নামে;
ধর্ম নিয়ে পড়ে থাকে,
               মন শুধুই রামে।


সমাজের কোন উপকারে,
                   আসে না এরা;
রাত দিন খায় আর ঘুমায়,
               যেন বাঁধা ভেড়া।


গরিবের ধন লুটে খায়,
         মন্দির মসজিদের নামে;
জনগণের প্রতিনিধি হয়ে,
                    ঘরে বসে গামে।


এরা নয় কাজের সম্পদ,
                   অকাজেই মরে;
কাজের সম্পদ কাজ করে,
                  জীবনটাকে ধরে।


ভুল করোনা চিনেনিতে,
                এই মানুষগুলো;
দুঃখের দিন পেরিয়ে গেলে,
                মানুষ হয় ভুলো।


তাই দুঃখ যায় না কোনো কালে,
         দুঃখ আসে ঘুরে ফিরে;
আমরা দেই কপালের দোষ,,
       এটাই আমাদের আফসোস।


২৪ শে চৈত্র, ১৪২৬,
ইং ০৭/০৪/২০২০,
মঙ্গলবার সকাল ৯:০৭। ৯৯২, ৩০/০৪/২০২০।