মানবতা শূন্য যারা,
অমানুষ হবেই তারা,
                      এই জগতে;
ভালো মন্দের ধার ধারে না,
আপন পর সে ভাবে না,
                       এই ভুবনে।


আপন সুখে মত্ত তারা,
হয় না কভু দুঃখ হারা,
        পরের সুখকে হিংসা করে;
অন্ধ জনের বন্ধ খাঁচা,
এটাই তাদের মরা-বাঁচা,
      দ্বার খোলে না নতুন ভোরে।


প্রভাতের ওই সবুজ ধরা,
আনে প্রাণ মুক্ত জরা,
          দীপ্ত আলো তাদের ভয়;
মনুষ্য বোধ দিনের আলো,
পশুদের যে আঁধার ভালো,
      পার্থক্যটা এমন ভাবেই হয়।


পরের দুঃখে মানুব-আত্মা কাঁদে,
পশুরা সুখের দিনে ফেলে ফাঁদে,
          এতেই তাদের প্রানে সুখ;
ধ্বংস করে আনন্দ পায়,
অনাসৃষ্টির রেশ ছড়ায়,
      এটাই বর্তমান সমাজের মুখ।


৯ ই অগ্রহায়ন, ১৪২৫,
ইং ২৬/১১/২০১৮,
সোমবার, সকাল, ৬.৪০ মি:। ৬৪০ তাং ২৬/১১/২০১৮।