প্রকৃতির মাঝে পাই,       প্রেমের সকল ঠাঁই,
              রূপে রূপ মনোহর;
অমরাবতীর ধারা         প্রকৃতিতে পায় যারা,
             তারাই কবি রত্নাকর।


অমর কাব্য রস              পিয়ে কবি হয় বশ,
              আনন্দে চিত্ত ওঠে নেচে;
এমন রূপসী ধরা          প্রেমেতে হৃদয় হরা,
           লেখনীতে আছে তাঁরা বেঁচে।


কবির কবিত্ব বোধ          প্রেমেতে হয় শোধ,
              নয়নে নয়নে হয় পরিচয়;
গভীর অন্তরের কথা।      হারালেই জাগে ব্যথা
             কবিতায় পায় তাই ঠাঁই।


কবি আর প্রকৃতি,          আঁধারে জ্বালায় বাতি,
              পূর্বদিকে রবির উদয়;
দিনশেষে অস্তাচলে,।      শশী নীল আকাশ ভালে,
              আঁধার দেখি কান্তিময়।


ওঠো জাগো দেখো সবে        হারায়ে যাবে কবে,
                  এই অনন্য সুন্দর পৃথিবীরে
রূপ, রস, গন্ধ ছাড়া,       বাঁচিতে পারে না তাঁরা,
                বাঁচে রূপের মাদকতা ঘিরে।      


২১ শে অগ্রহায়ণ, ১৪২৬,
ইং তাং ০৮/১২/২০২৯,
রবিবার, সকাল ৯:০৫।  ৮৫৮, ০৮/১২/২০১৯।