আমি ভাবি আমি বুঝি, কৌতুক সবার,
নাই কিছু, ছুটি পিছু, দেখি অন্ধকার।
শূন্য পাত্র বাজে বেশি, বোঝেনা তো কেউ,
আলোর স্রোতের বুকে, ওঠে দেখি ঢেউ।
আদি-অন্ত হই শ্রান্ত, পথ কোথা পাই?
আপনারে রাখি ধরে, পাইনা যে ঠাঁই।
পাগলের মত ঘুরি, কোথা পাব দিশা,
সীমাহীন বিশ্ব মাঝে, দেখি শুধু নিশা।


আলোতে আঁধার দেখি, বিবেকের জ্বালা,
আপনারে চিনি নাই, কে পড়ালো মালা?
অজ্ঞতায় দিশেহারা, কোথা কুল পাই?
অন্ধকারে পথ চলা, হারায়েছি ঠাই।
নিজেরেই নিজে জানো, পাবে খুঁজে দিশা,
অরুণের আবির্ভাবে, যাবে কেটে নিশা।


২৭শে আশ্বিন, ১৪২৭,
ইং ১৪/১০/২০২০,
বুধবার দুপুর ১২:০৮।  ১১৬০, ১৫/১০/২০২০